নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এই প্রথম বিশাল পরিসরে ৮টি উপজেলায় নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ৫টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বীরমুক্তিযোদ্ধো গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘমেয়াদী এ প্রশিক্ষণ চালু করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ ) সিরাজগঞ্জ শহরে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা।
বীরমুক্তিযোদ্ধো গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুসরাত জাহান ইলোরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, আওয়ামী লীগ নেত্রী ফারজানা সিদ্দিকা অপু বারী, প্রোগ্রাম ফর ইউমেন্ট ডেভলপমেন্ট (পিউডব্লিউ) নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী সুমি, মানবাধিকার কর্মী মোঃ রফিকুল ইসলাম, হাট ছোনগাছা মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শেলীনা নাজনিন শেলী, রুপায়ন মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক আইরিন পারভীন প্রমূখ।
এসময় প্রধান অতিথি কানিজ ফাতেমা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে বীরমুক্তিযোদ্ধো গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কাজ করে যাচ্ছে। নারীদেরকে জৈব জ্বালানী, হাঁস, মুরগী পালন, ভেজিট্যাবল ডাইং, স্যানিটারী প্যাড ও ন্যাপকিন, পাট ও পাটজাতদ্রব্য তৈরি ও কাগজের ঠোঙ্গা তৈরি প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের সাবলম্বি করতে কাজ করে যাচ্ছেন।
এ সময় কানগাতী আশ্রায়ন গ্রাম মহিলা সমিতির নির্বাহী পরিচালক মাহমুদা নীলু সহ সকল প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলাসহ ৮টি উপজেলায় পর্যায়ক্রমে ৪ হাজার ৫শত জন নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলা ২২টি ব্যাচে ২৫জন করে ৫৫০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সান নিউজ/আরকে/এনকে