নিজস্ব প্রতিনিধি (চুয়াডাঙ্গা): মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে প্রায় দুইশ' বিঘা ফসলের ক্ষতি হয়েছে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ফসলি মাঠে।
শুক্রবার (১২ মার্চ) বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কারো পেঁপে বাগান, কারো ভুট্টা ক্ষেত আবার কারো কলা বাগান ভেঙে মাটিতে পড়ে রয়েছে। এতে শুধু ফসলের ক্ষতি হয়নি, ভেঙে গেছে কৃষকের স্বপ্ন।
জানা যায়, গেল বুধবার রাতে মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে জেলার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের প্রায় একশ' চাষির প্রায় দুইশ' বিঘা পেঁপে, ভুট্টা ও কলাবাগান ভেঙে মাটিতে পড়ে আছে। ঋণের বোঝা মাথায় নিয়ে চাষের কাজ এগিয়ে যেতে হবে এবার কৃষকদের। ফলে কৃষকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ।
কৃষকের দাবি, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির মাঠ পরিদর্শন করে সরকারি দফতর থেকে যাতে কৃষকরা সহযোগিতা পান, তার ব্যবস্থা করবেন।
মোক্তারপুর গ্রামের মশিউর রহমান জানান, পাঁচ বিঘা পেঁপে চাষ করেছিলাম আমার দুর্ভাগ্য কোণঠাসা ঝড়ে বাগানের সব গাছগুলো ভেঙে গেছে। অনেক ধার-দেনা করে চাষ করেছি।
একই গ্রামের চাষি আমজাদ হোসেন জানান, চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম প্রচণ্ড ঝড়ে মাটির সাথে মিশে গেছে। তিনি আরো বলেন, শুধু আমার না, এই গ্রামের প্রায় একশ' চাষির স্বপ্ন এখন মাটিতে পড়ে আছে।
দামুড়হুদা সদর ইউনিয়নের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোজাম্মেল হক জানান, ঝড়ের পরের দিন মাঠ পরিদর্শন করেছি। এ অঞ্চলের কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। তাদেরকে আবার চাষে মনোযোগী করার সকল সহযোগিতা কৃষি বিভাগ করবে বলে তিনি জানান।
সান নিউজ/এসকে/এসএস