চট্টগ্রাম ব্যুরো: রাস্তায় দাঁড়িয়ে বোনের সাথে কথা বলতে দেখে গালমন্দ করে ভাই কাউসার (১৬)। আর তাতেই ক্ষিপ্ত হয়ে কাউসারকে ছুরিকাঘাত করে বন্ধু শহীদ। আহত অবস্থায় কাউসারকে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম ১২ মার্চ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। ময়না তদন্ত শেষে কাউসারের লাশ চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
হালিশহর থানার সেকেন্ড অফিসার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িত শহীদকে আটক করা হয়েছে। আটক শহীদ সবজি বিক্রেতা। নিহত কাউসারের বন্ধুও সে। শহীদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
এসআই বলেন, ঘটনার দিন ছোট বোনকে রাস্তায় দাঁড়িয়ে শহীদের সঙ্গে কথা বলতে দেখেন কাউসার। এ নিয়ে কাউসার তার বোনকে মারধর করে, শহীদকেও গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ কাউসারকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা আহত কাউসারকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। রাত সোয়া ১১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাউসার হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে। সে ভাঙারির দোকানে কাজ করত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই আশরাফুল।
সান নিউজ/আইকে/আরআই