নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৩দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনসিবি) ২০২০ এর অসামঞ্জ্যসতা সংশোধন, কারিগরি ও বৃক্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে ৩ দফা বাস্তবায়নের দাবিতে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) রাঙামাটি শাখা কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মার্চ ) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরঞ্জন নাথ এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক আমরা চাই আমাদের দাবি গুলো যেন দ্রুত বাস্তবায়ন করেন সরকার। আমাদের আর যেন এসব দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়াতে না হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের সকল দিক নির্দেশনা মেনে নিতে রাজি আছি।
সান নিউজ/কেইউ/এনকে