নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৯ মার্চ) সকালে ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে.এম. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। ম্যারাথনটি বড় মাঠ থেকে শুরু হয়ে ২ কিলোমিটার অতিক্রম করে মুজিব চত্ত্বরে গিয়ে শেষ হয়।
ম্যারাথন শেষে মুজিববর্ষ চত্ত্বরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এতে ৭ জন তরুণ ও ৩ জন তরুণী প্রথম ১০শে থাকায় স্মারক পুরস্কার প্রদান করা হয়।
সান নিউজ/বিআইবি/এনকে