নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় পৌরসভা সিএমবি মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ডলি পারভিন (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ ) দুপুর ১২টার সময় সদর উপজেলার সিএমবি মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু আটোয়ারী উপজেলার তরেয়া ইউনিয়নের কাটালি এলাকার মো. হেলাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ডলি পারভিন দাঁতের ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিলেন। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমের আলীর সাথে দেখা হলে দুইজনে মোটরসাইকেল যোগে রওনা হন পঞ্চগড়ের উদ্দেশ্যে। পৌরসভার সিএনবি মোড় পর্যন্ত আসলে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি পারভিনের মৃত্যু হয়। এ ঘটনায় মির্জাপুর চেয়ারম্যান গুরুত্বর আহত হন। এদিকে ঘটনার সাথে সাথে ট্রাকটি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাছ আহ্মদ ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সান নিউজ/আরজে/এনকে