চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের রাউজানে আগুনে পোড়ল টয়োটা প্রিমিও ব্রান্ডের একটি প্রাইভেট কার। কিন্তু এই গাড়ির মালিকও নেই। ৮ মার্চ সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া পথের হাটের দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারের সামনে আগুনে পোড়ে গাড়িটি।
খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভায় বলে জানান স্টেশনের ফায়ার ফাইটার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। তবে গড়িটিতে কিভাবে আগুন লেগেছে, গাড়িটির মালিক কে, সে বিষয়ে কোন তথ্য পায়নি।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারের সামনে পার্কিং করে রাখা টয়োটা প্রিমিও ব্রান্ডের প্রাইভেট কারটিতে আগুন ধরে মুহুর্তের মধ্যে পুড়ে যায়। মফিজ নামে ৪০ বছর বয়সী এক চালক আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি কার বা আগুনের সূত্রপাত স¤পর্কে কিছুই জানতে পারিনি এখনো।
সোমবার বিকেলে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বিকেল ৪টা পর্যন্ত ওই ধরনের ঘটনায় আহত কিংবা রাউজান থেকে কোন ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে আসেননি। হাসপাতালের জরুরি বিভাগে এ ধরণের কোন তথ্যও নেই।
এদিকে মুহুর্তের মধ্যে গাড়িটি আগুনে পুড়ে ছাড়খার হওয়া এবং গাড়ির মালিক খুঁজে না পাওয়ায় স্থানীয় মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। এ নিয়ে খোদ ভাবনায় পড়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। তবে এ ঘটনার রহস্য খুঁজে বের করতে পুুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির।
সান নিউজ/আইকে