নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করে ট্রাভেলেটস অফ বাংলাদেশ (ভ্রমণকন্যা)।
সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৫ জন পথশিশুকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী এ সংগঠন। সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, গুড টাচ-ব্যাড টাচ, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা দেওয়া হয় এর পাশাপাশি আত্মরক্ষার বিভিন্ন ধরনের কলা-কৌশল শিখানো হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির ১০ জন ভলেন্টিয়ার।
অনুষ্ঠান শেষে অধিকার বঞ্চিত এই শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। নারী দিবস ২০২১ উপলক্ষ্যে “নারীর চোখে বাংলাদেশ” এর বর্ধিত কার্যক্রম এটি, ট্রাভেলেটস অফ বাংলাদেশ (ভ্রমণকন্যা) পরিচালিত একটি সামাজিক কার্যক্রম। “নারীর চোখে বাংলাদেশ” প্রোজেক্টের আওতায় সারাদেশের ৬৪ টি জেলায় সচেতনতামূলক কার্যক্রম ও কর্মশালা পরিচালনা করা হয়েছে, যার মধ্যে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, সারা বাংলাদেশে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আমরা ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আটটি বিভাগে আলাদা জোন করে জোন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সিলেট জোনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস শুভা জানান, আমাদের কার্যক্রম শিশু কিশোরীদের সচেতন করা, তারই পরিপ্রেক্ষিতে এবারের আয়োজন স্কুল ও বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের এর আওতায় নিয়ে আসা, তাই নারী দিবস উপলক্ষ্যে এবার পথশিশুদের সাথে আমাদের এই আয়োজন।
সান নিউজ/এসকেডি/ এনকে