নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বিশ্বজুড়ে করোনাভাইরাসের থাবায় অচল ফুল ব্যবসা এখন সচল হয়েছে। স্বস্তিতে আছেন ব্রাহ্মণবাড়িয়ার ফুল ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সদর হাসপাতাল রোডে ১৫-২০টি ফুল ব্যবসার দোকান রয়েছে। করোনার মন্দা শেষে এখন আলো জেগেছে ব্যবসায়ীদের কপালে। করোনাভাইরাসের পূর্বে প্রতিদিন প্রতি দোকানে ৫ হাজার টাকার ফুল বিক্রি হত আর এখন হয় ২৫০০ থেকে ৩০০০ টাকা।
ফুল ব্যবসায়ী মো. শরীফ মিয়া জানান, এখন মোটামুটি চলতে পারছি ব্যবসা করে। তবে করোনাভাইরাসের আক্রমণের ফলে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। যা পুষিয়ে নিতে আরো এক হতে দুই বছর সময় লেগে যাবে। করোনাঘাতের পর এবার কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা পেয়ে তাদের মধ্যে খুব উৎফুল্লতা জেগেছে।
সান নিউজ/এনএ/কেটি