সারাদেশ

চার বছরের ‘দেয়ালিকা’ বলতে পারে ১৯৫টি দেশের নাম

স্বপন দেব, মৌলভীবাজার : মাত্র চার বছর বয়সেই শিশুটি অনর্গল বলে যেতে পারে ১৯৫টি দেশের নাম। তার সাথে অনায়াসে সেই সব দেশের রাজধানীর নামও বলতে পারে। শুধু এ নিয়েই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন ফল ও সবজির প্রকৃত নাম এমনকি সেগুলোর ইংরেজি নামও বলতে পারে ওই ক্ষুদে শিক্ষার্থী।

বিস্ময়কর প্রতিভার এই শিশুটির নাম দেয়ালিকা চৌধুরী। এ বছর স্থানীয় একটি স্কুলের নার্সারি বিভাগে ভর্তি হয়েছে। বাবা-মায়ের সঙ্গে বসবাস করছে মৌলভীবাজার চাঁদনী ঘাট এলাকায়। ব্যবসায়ী বাবা দেবাশীষ চৌধুরী ও মা সুম্মিতা দত্ত চিত্রা একজন গৃহিণী।

দেয়ালিকার বাবা-মা জানান, দেয়ালিকা একদম ছোট থেকেই অত্যন্ত শান্ত স্বভাবের। সে যা একবার শুনতে পায় তা সহজেই মনে রাখতে পারে। এ বয়সেই তার সব কিছুতেই জানার আগ্রহ প্রবল। পড়াশুনাতেও তার খুব ঝোঁক। নার্সারিতে ভর্তির হওয়ার আগেই সে তার মায়ের আগ্রহে ইতোমধ্যে একশো পঁচানব্বইটি দেশের নাম একদম মুখস্থ করে নিয়েছে। ঝটপট বলতে পারে এসব দেশের নাম। একইসঙ্গে বলতে পারে এসব দেশের কঠিন কঠিন রাজধানীর নামও।

মা সুম্মিতা দত্ত জানান, কিছু সংখ্যক দেশের নাম ও রাজধানীর নাম তিনি নিজেও উচ্চারণ করতে কষ্ট হয়। অথচ তার কন্যা শিশুটিকে একবার বলে দিলে দ্বিতীয়বার আর বলতে হয় না। সে মনে রাখতে পারে। দ্বিতীয়ত দেশ-বিদেশের একাধিক ফল এবং সবজির নামও বলতে পারে দেয়ালিকা। শুধু তাই না, ইংরেজিতে স্পষ্ট ভাষায় সেই সবজির নাম বলতে পারে সে।

শিশু বয়সে তার এমন অস্বাভাবিক প্রতিভায় মা-বাবা দুজনই উচ্ছ্বসিত। তার এ শিশু কন্যার কথা শুনতে প্রতিদিন আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িতে। মেয়েকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন দেয়ালিকার বাবা-মা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা