নিজস্ব প্রতিবেদক : মিরপুরের রূপনগর ইয়ুথক্লাবের আয়োজনে বার্ষিক শিক্ষা সফর ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) সমুদ্র পৃষ্ঠ থেকে ১২-১৩শ ফুট উচ্চতায় অবস্থিত চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়-স্বর্ণমন্দির ও গুলিশাখালী সৈকতে এই শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। রূপনগরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী,ব্যবসায়ী,সাংবাদিকসহ ৫০ জন এতে অংশ নেয়।
শিক্ষাসফরের অংশ হিসেবে অভিযাত্রী দল প্রথমে পরিদর্শন করে চন্দ্রনাথ পাহাড়-স্বর্ণমন্দির । মেঘের চাদরে আবৃত এক স্বপ্নময় পাহাড়। পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি অভিযাত্রী দল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এছাড়াও গুলিয়াখালী সৈকত পরিদর্শন করে।
গুলিয়াখালী সমুদ্র সৈকতে খেলাধুলা ও স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ছিল শিক্ষাসফরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট।
শিক্ষাসফরের উচ্ছাসে সকলের মাঝে বিরাজ করে ভেদাভেদহীন আনন্দ।
পরে কুইজ প্রতিযোগিতা ও খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অন্যতম উপদেষ্টা মো. আবু হানিফ ও ক্লাবের কো-অর্ডিনেটর ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি জামাল উদ্দিন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়ন এবং সবাইকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এলাকার যুব সমাজের নৈতিক মান উন্নয়নের কাজে সহযোগিতার আহ্বান জানান।
সান নিউজ/এম