নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুতের ঘটনায় ২৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কুষ্টিয়া দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার (৫ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে কুষ্টিয়ার মিলপাড়া ঘোরলাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একারণে কুষ্টিয়া-রাজবাড়ী ও রাজশাহী-টুঙ্গিপাড়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পাকশী রেলওয়ে পরিবহন শাখার বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল জানান, শুক্রবার দুপুর পৌনে ২টায় দুর্ঘটনাটি ঘটে। এরপর বিকেল ৫টায় উদ্ধারকাজ শুরু হয়। রেলের শতাধিক শ্রমিক-কর্মকর্তা পর্যায়ক্রমে বগি পাঁচটি উদ্ধার করে। এরপর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনগুলো মেরামত করলে বিকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান নিউজ/এসএস