নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার দক্ষিণ সোনাখালী নীলকান্ত মিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, ফসলের ক্ষেতে ছাগল ঢুকে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে বিরোধে সৃষ্টি হয়। এর জেড়ে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকায় স্থানীয় কুদ্দুস হাওলাদারের ছেলে কবির ও মধ্য সোনাখালী ফজলুল হক হাওলাদারের ছেলে নাছিরকে আটক করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মূলত ছাগলে ফসল নষ্ট করায় মন্দিরের প্রতিমা ভাঙচুর করে আটককৃতরা।
সান নিউজ/কেএস/কেটি