নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৭টি তক্ষকসহ মো. খোরশেদুল আলম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাবের একটি টিম।
বুধবার ( ০৩ মার্চ ) গভীর রাতে কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক খোরশেদ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের শোলাকিয়া গ্রামের মৃত মো. নূরুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই অভিযানে নেতৃত্ব দেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে বিক্রয় করে আসছে।
এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্রটির ওপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
সান নিউজ/এমকেএস/এনকে