সারাদেশ

বিজয়ী নৌকার প্রার্থী গেলেন ধানের শীষ  প্রার্থীর বাড়িতে 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুই রাজনৈতিক দল। চলতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সেই আশরাফুল আলম আশরাফ জয়ী হয়ে গেলেন বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহাবুবারের ঘরে।

এ সময় মেয়র আশরাফ সাবেক মেয়র বয়স্কো মাহাবুবারের সাথে করমর্দন ও কুশল বিনিময় করে সহযোগীতা কামনা করেন। তিনিও হাসিমুখে বরণ করে নির্বাচিত পরিষদকে স্বাগত জানান। খুশিতে আপ্যায়নও করিয়েছেন সাধ্যমত। মনোনয়ন পেয়েই আশরাফুল আলম আশরাফ আগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছে দোয়া চাইতে আলহাজ্ব মাহাবুবারের ঘরে গিয়েছিলেন। সে সময়েও দৈনিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি প্রশংসায় ভাইরাল হয়।

পৌর নাগরিকদের ভাষ্য, দেশে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মাঠ দখল, মারামারি সহিংসতায় জড়িয়ে পড়ার খবরটিও শোনা যায়। কিন্ত গত ২৮ তারিখের নির্বাচনের দিন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় এমনটি দেখা যায়নি। কাশিপুর নামের একটি গ্রামে কিছুটা ঘটেছিল তা ছিল দুটি রাজনৈতিক দলের মধ্যে নয়। এটা ছিল একটি গ্রামের ভোট কেন্দ্রের অনেক বাইরে আওয়ামী লীগ সমর্থনকারী দুই কাউন্সিলর প্রার্থীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তবে প্রশাসনের ভূমিকায় কিছুক্ষনের মধ্যেই তা থেমে গিয়েছিল। এটা কোনভাবেই আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে নয়।

পৌর সভার ভোটার রবিউল ইসলাম জানান, নিজ নিজ দলের মনোনয়ন পাওয়ার পর দেশের বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর হাসিমুখে কূশল বিনিময় করে কালীগঞ্জবাসীকে শান্ত করে দিয়েছে। তাছাড়াও দেশের অন্য দুই একটি স্থানের ভোটে যেভাবে সহিংসতায় খবর মিডিয়ার মাধ্যমে দেখি সেই তুলনায় কালীগঞ্জ ছিল ব্যতিক্রমী।

আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম আশরাফ একজন নবীন প্রার্থী। আর আলহাজ্ব মাহাবুবার রহমান বিএনপির মনোনিত প্রার্থী। নির্বাচনের দিন কোন রকমের সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে। নির্বাচনে নৌকা প্রতিকের আশরাফ জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আলহাজ্ব মাহাবুবার রহমান। কিন্ত তিনিও এক সময় মেয়র ছিলেন। অত্যন্ত অভিজ্ঞ ও ভদ্র মানুষ। নির্বাচনের আগে ও পরে দুই দলের দুই প্রার্থীর একসাথে বসে কূশল বিনিময় আপ্যায়ন একদিকে যেমন স্নেহ অন্যদিকে শ্রদ্ধা এ দুটিতে কালীগঞ্জের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।

পৌর নাগরিক এমদাদুল ইসলাম ইনতা জানান, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ঘোষিত নিজ নিজ দলের মনোনয়ন ও প্রতিক পেয়ে আ’লীগ-মেয়র প্রার্থী নৌকার বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ এক মহানুভবতার পরিচয় দিয়েছেন। ভোটে বিজয়ী হওয়ার পরও আশরাফুল আলম আশরাফ প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহাবুবার রহমানের অফিসে গিয়ে সহযোগীতা কামনা করে দোয়া চেয়েছেন।

নবনির্বাচিত মেয়রকে কাছে পেয়ে তিনিও তার আপ্যায়নে কমতি রাখেননি। এ সময় তারা একই স্থানে বসে কুশল বিনিময়, পরষ্পরে করমর্দন ও হাসিমুখে তাদের ভাব বিনিময় ছিল, আমরা পরষ্পরে নিজ দলের পক্ষে ভোটে যুদ্ধে নেমেছিলাম। কিন্ত ব্যক্তিগতভাবে কেউ কারও প্রতিদ্বন্দ্বি নই। তাদের মধ্যে এমন ভাবটা সকলকে খুশি করেছে। তাদের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন জানান, ভোটের আগে ও পরে তাদের দুইজনের হাসিমুখের শুভেচ্ছা বিনিময় দেখে মনে হচ্ছে কালীগঞ্জবাসীর জয় হয়েছে। জীবনভর নিজের চিন্তা না করে দলের ভাবনাটা ভেবেছি। এখন দেখছি আমরা ভবিষৎ প্রজন্ম যা রেখে যাচ্ছি তারা অবশ্যই ভালো করবে। নৌকা প্রতিকের আশরাফের এমন উদারতার কর্মে আমি ব্যক্তিগতভাবে গর্বিত।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

ভালুকায় মুখোশধারী নারী নেতৃত্বে সশস্ত্র ডাকাতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ড...

দেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ এর আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছ...

'বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা'

আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বিমসটেককে একটি গতিশীল প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা