নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বসতবাড়িতে ঢুকে এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাশাপাশি তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, কক্সবাজার সদর থানার এসআই নূরুল হুদা, কনস্টেবল মুমিনুল মামুন ও মামুন মোল্লা।
গ্রেপ্তার এ তিন পুলিশ সদস্যের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মধ্যম কুতুবদিয়াপাড়ার এক ব্যবসায়ীয় স্ত্রী এই ছিনতাইয়ের শিকার হন। এসময় টাকা ছিনিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে এক পুলিশ সদস্য আটক হন। পরে ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। পরে আরও দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে।
সদর থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, বাড়িতে ঢুকে নারীকে নির্যাতন ও পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও পরে তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার তিন পুলিশ সদস্যের সঙ্গে এ ঘটনায় জড়িত থাকা পুলিশের দু্ই সোর্সকে ধরতে অভিযান চলছে বলেও জানান কক্সবাজার সদর থানার ওসি।
সান নিউজ/আরআই