নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি জমিদার বাড়ি রক্ষার্থে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ৩৪ টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এই কর্মসূচীর আয়োজন করে ‘আটরশি জমিদার বাড়ি রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার (২ মার্চ ) বেলা ১০ টায় জমিদার বাড়ির সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। একই দাবীতে বেলা ১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী শেষে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাইশরশি জমিদার বাড়ি শুধুমাত্র ফরিদপুর নয় দেশের ঐতিহ্য। বাইশরশি জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক স্থাপনা, এটাকে সংস্কার করা হলে দেশবাসী এটির ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে। একটি চক্র এই বাড়িটি ভেঙে ফেলে জায়গা দখলের পায়তারা করছে।
অবিলম্বে সরকারকে বাড়িটি রক্ষা করে প্রত্মতাত্বিক নির্দশন ঘোষণা করতে হবে, অন্যথায় আগামীতে আরও জোরালো আন্দোলনে নামবে ‘আটরশি জমিদার বাড়ি রক্ষা আন্দোলন’।
সান নিউজ/বিডি/এনকে