রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন রোববার (২৮ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে নিহত ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (ডালিম) সর্বোচ্চ ৫ হাজার ৫শত ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে শাহাদত হোসেন বুদ্ধিন (উটপাখি) ১৪ ভোট, মো: তারেক রহমান (পাঞ্জাবী) ২ ভোট, ফসিয়ার রহমান ফসি (ব্লাক বোড) ৪ ভোট, মো: সাইফুল ইসলাম (ব্রিজ) ৩ ভোট, শাহদাত হোসেন (পানির বোতল) ৩ ভোট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮ থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ৫শ ৬৭ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৫শ ৪৮টি ভোট প্রদান করে ভোটাররা। এর মধ্যে বাতিল হয়েছে ১৮টি। ১জন প্রিজাইডিং অফিসার, ৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোট কেন্দ্রেগুলোতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার সদস্য নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে ফলফল ঘোষণার পরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম। মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন বিধিনুযায়ী তফসিল দিয়ে ২৮ ফেব্রুয়ারি পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।
সান নিউজ/আরকে/ এনকে