সারাদেশ

পাহাড়ে আদাচাষিদের মধ্যে রূপালী ব্যাংকের ঋণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : ৪% হার সুদে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ রাঙামাটিতে আদা চাষে কৃষকদের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে রুপালি ব্যাংক লিমিটেড। রোববার (২৮ ফেব্রুয়ারি) রুপালী ব্যাংক লিমিটেডের বাস্তবায়নে ও এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় শহরের পর্যটন হলিডে কমপ্লেক্সের মিলনায়তনে কৃষকদের মাঝে এ কৃষি ঋণ বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী মোঃ ওয়াহীদুল ইসলামের সভাপতিত্বে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও রুপালী ব্যাংক লিমিটেডের ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মসলা বিষয়ক প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস, রুপালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের এরিয়া ম্যানেজার এসএম দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কৃষকদের প্রতি সরকার আন্তরিক হয়। আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিবান্ধব সরকার। পার্বত্য অঞ্চলে কৃষি খাতের ব্যাপক সম্ভাবণাময় অঞ্চল হিসেবে গড়ে উঠেছে আদা চাষ। আদা চাষ স্বল্প খরচে লাভজনক একটি ফলস। তাই কৃষকদের আদা চাষে উৎসাহিত করতে এ প্রকল্প গ্রহণ করে রুপালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। এসময় দাতা সংস্থার নেতৃবৃন্দরা কৃষকদের ঋণের টাকা কৃষিখাতে সঠিকভাবে ব্যবহার করার জন্য পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে, প্রথম পর্যায়ে ৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন অংকে ৪% হার সুদে ৫০ লক্ষ টাকা করে কৃষি ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও তিন পার্বত্য জেলায় উক্ত কর্মসূচির আওতায় রুপালী ব্যাংক লিমিটেড ৫০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে ৫কোটি টাকা ঋণ প্রদান করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৫ এপ্রিল ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের কারণে কৃষকদের জন্য দেওয়া প্রণোদনা প্যাকেজের সুদ হার কমিয়েছে বাংলাদশ ব্যাংক। আগে ঘোষণা দেওয়া হয়েছিল কৃষকেরা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন, আজ তা কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ পাচ্ছেন।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবি

ঝালকাঠি প্রতিনিধি: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্...

চট্টগ্রামে হামলায় আইনজীবী নিহত

জেলা প্রতিনিধি : চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মু...

বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে 'গার্ড অব অনার' প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর মুক্তিযোদ্ধা কমান্ড কা...

সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্...

সংবিধান সংস্কারে জনমত জরিপ 

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ কার্য...

আইনজীবীকে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামল...

বাবুল আক্তারের জামিন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা...

খালেদা জিয়াসহ সব আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ব...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালন...

মাটিরাঙ্গায় যুবলীগ নেতা গ্রেফতার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা