নিজস্ব প্রতিনিধি, ভোলা : বাটন সিস্টেমে ভোট দিছি, আমার অনেক আনন্দ লাগতাছে। এই প্রথম আঙুলের ছাপ দেওয়ায় টিভিতে আমার ছবি আইছে ।
প্রথমবারের মত মাদুরি ও আদুরি দুই হিজড়া আসন্ন পৌর নির্বাচনে বাটনে (ইভিএম) ভোট দিলেন। ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেতে অনেক আনন্দিত। মাদুরি ও আদুরি চরফ্যাশন পৌরসভার ৫ নং ওয়ার্ডের শরিফ পাড়ার বাসিন্দা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) পঞ্চমধাপে চরফ্যাশন পৌরসভা নির্বাচনে চরফ্যাশন সরকারি টি-ব্রেট মডেল মাধ্যমিক বিদ্যালয় (টিভি স্কুল) কেন্দ্রে দুপুরে ভোট প্রদান করেন মাদুরি ও আদুরি নামের দুই হিজরা।
মাদুরির কাছে ভোট দেওয়ার অভিমত জানতে চাইলে তিনি বলেন, প্রথম বারের মত আমি বাটনে ভোট দিয়েছি। আমার অনেক ভালো লাগছে বাটন সিস্টেমে ভোট দিতে পেরে। আজকে যে আনন্দ টা পেয়েছি তা আমি বলে বুঝাতে পারবো না।
আদুরি বলেন, ‘আমার অনেক ভালো লাগছে ডিজিটাল সিস্টেমে ভোট দিতে পেরে। বাটন সিস্টেম টা আমাদের জন্য অনেক নিরাপদ কারণ আগে বাবার ভোট কাকায় দিতো কাকার ভোট বাবায় দিতো। আমরা নিজের ভোট দিতে পারতাম না। এখন আর সেই সিস্টেম নাই আমি আমার ভোট দিবো বাবা বাবার টা কাকা কাকার টা।
প্রধানমন্ত্রী ভালো একটা সিস্টেম চালু করছে আমরা এমনি চাই।’
সান নিউজ/আইআর/এনকে