সারাদেশ

খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল

নিজস্ব প্রতিনিধি, ইবি : স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলে খুলছে সিনেমা হল-বন্ধ কেন পরীক্ষার হল, সব চলে সব হয়-পরীক্ষা নিতে কীসের ভয়?, সাত কলেজে হবে পরীক্ষা-আমাদের কেন অবহেলা, আটক শুধু আমরাই-নিয়োগ পরীক্ষা বন্ধ নাই, বসার কথা পরীক্ষার হলে-বসতে হলো রাজপথেসহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনের সামনে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘ডেকে এনে আমাদের পরীক্ষা নেওয়া হবে না, এটি প্রহসন ছাড়া কিছুই না। তাছাড়া হল বন্ধ থাকায় আমরা নিরাপত্তা ঝুঁকি নিয়ে মেসে থাকছি। এছাড়া বর্তমানে ৭ কলেজের পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তাহলে আমরা কেন কোণঠাসা হয়ে থাকবো। এখন আমরা অনেকটা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তাই কর্তৃপক্ষের উচিত আমাদের ভোগান্তির কথা বিবেচনা করে অতিশীঘ্রই স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়ার। অন্যথায় তীব্রতর আন্দোলনেরও হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা।

পরে একই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহেদ আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা