সারাদেশ

টিকা নেওয়ার পরও ৩ জনের করোনা শনাক্ত

ব্যুরো প্রধান, চট্টগ্রাম : কোভিড-১৯ টিকা (ভ্যাকসিন) নেওয়ার পরও চট্টগ্রামে এক নারীসহ তিনজনের শরীরের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। টিকা নেওয়ার পর কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে করোনা শনাক্ত নারীর স্বজনদেন প্রশ্ন-স্বাস্থ্যবিধি মানলে যেখানে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, সেখানে টিকা নিয়ে লাভ কি? যদি স্বাস্থ্য বিধি মেনে চলতে হয়, তাহলে এই টিকা কতটুকু কার্যকর। এটা আসলেই কি টিকা?

স্বজনরা জানান, গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলার ওই নারী কোভিড-১৯ টিকা নেন। কিন্তু তিন দিন আগে থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার নমুনা পরীক্ষা করা হলে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবাার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. আব্দুর রব। তিনি বলেন, এ মাসের ১০ তারিখ একজন নারী টিকা নিয়েছিলেন। বৃহস্পতিবার ওই নারীর করোনা পজিটিভ এসেছে। শুধু এই নারী নয়, টিকা নেওয়ার পর আরো দু‘জনের করোনা পজেটিভ এসেছে।

টিকা নেওয়ার পর পজিটিভ আসার কারণ জানতে চাইলে ডা. আবদুর রব বলেন, মূলত মানুষ টিকা নেওয়ার পর কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরছে না। টিকা নিলে তা কার্যকর হতে সময় লাগে। তাই টিকা নেওয়ার পরও সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টিকা প্রদান কর্মসূচির ১৯তম দিনেও চট্টগ্রামে ৮৬ জনের শরীরে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ৩৪ হাজার ৭০৫ জন করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রামে এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ২৭০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ১২ হাজার ১০৮ জন সিটি করপোরেশন এলাকায় ও ১৪ উপজেলায় ১ লাখ ১৫ হাজার ১৬২ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ১১৪ জন টিকা নিতে নিবন্ধন করেছেন। এরমধ্যে উপজেলা পর্যায়ে ১ লাখ ৬৩ হাজার ৪৮০ জন ও সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৯৩ হাজার ৬২৫ জন নিবন্ধন করেছেন।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা