নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবৈধভাবে সরকারি জায়গার মাটি দিয়ে ইট তৈরি ও মাটি বিক্রির অপরাধে প্রগতি গ্রীন ব্রিক্সের ম্যানেজারসহ দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনোয়ার হোসেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, সদর উপজেলার মানিকদাহ এলাকায় অবৈধভাবে সরকারী জায়গার মাটি কেটে প্রগতি গ্রীন ব্রিক্স ইট তৈরী করছে এমন অভিযোগের ভিত্তিত্বে অভিযান চালানো হয়।
এ সময় সরকারী জায়গার মাটি কিনে ইট তৈরী করে বিক্রির দায়ে ইট ভাটার ম্যানেজার সবুর মোল্যাকে আটক করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, সরকারী জায়গার মাটি কেটে ইট ভাটায় বিক্রি অপরাধে স্থানীয় মিজু বিশ্বাস নামক এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সান নিউজ/বিকে/এনকে