নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়েছে বিপন্ন প্রজাতির একটি অসুস্থ নিশিবক। এটি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সংরক্ষণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায় সোমবার এই নিশিবক পাখিটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়েছিল। পাখিটি উড়তে না পারায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পাখিটিকে শ্রীমঙ্গলে জানকিছড়া ক্যাম্পের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়।
বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ বলেন, এটি নিশিবক। ইংরেজি নাম ইন্ডিয়ান নাইট হেরন। তবে ব্লাক ক্রাউন নাইট হেরন নামেও পরিচিত। পাখিগুলো একই গাছে দলবদ্ধভাবে বাসা বানায়। কম বয়সি পাখির রঙ ধূসর বর্ণের হয়, এরা নিশাচর পাখি।
সান নিউজ/এসকেডি/এনকে