সারাদেশ

খুবিতে ‘বায়ান্ন থেকে একাত্তর: উৎস থেকে মোহনায়’

নিজস্ব প্রতিনিধি, খুলনা : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ‘বায়ান্ন থেকে একাত্তর: উৎস থেকে মোহনায়’ শীর্ষক ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।

তিনি বায়ান্ন’র ভাষা আন্দোলনের আগে এবং পরে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শ্রেণি বৈষম্য, মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সকল পর্যায়ের সামগ্রিক চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদ ও স্বাতন্ত্র্য চেতনায় বিস্ফোরণ ঘটিয়েছিলো। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়। ভাষা আন্দোলনের মূলকেন্দ্র ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও এ আন্দোলনে যুক্ত ছিলেন। এক পর্যায়ে এ আন্দোলন রাজপথে নেমে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শেখ মুজিবুর রহমানও প্রত্যক্ষভাবে এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে চুয়ান্ন’র যুক্তফ্রন্টের নির্বাচন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এ সকল স্তরের আন্দোলন সংগ্রাম চালিত করেছে মূলত বায়ান্ন’র ভাষা আন্দোলনের চেতনা ও প্রভাব। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সকল স্তরে প্রত্যক্ষভাবে নেতৃত্বদান করেন। একই সাথে তার দূরদর্শিতা ও ত্যাগের কারণেই সকলকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়। আর এই ঐক্যবদ্ধ আন্দোলনই শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের রূপ লাভ করে।

তিনি বলেন ১৯৪৭ সালে দেশ ভাগের প্রাক্কালে ও সমকালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন ছাত্রসমাজ পাকিস্তানের পক্ষে নামে। অথচ দেশ ভাগের পর পশ্চিম পাকিস্তানের কর্তারা পূর্ব পাকিস্তানের উপর সব ধরনের বঞ্চনার সৃষ্টি করে। বাংলা ভাষার উপর আক্রমণ শুরু হলে বাঙালির আন্দোলন শুরু হয়। মূলত পাকিস্তানের প্রতি মোহ কেটে যাওয়া কাজ করে আর্থ-সামাজিক বৈষম্য ও ঔপনিবেশিক ভাবধারার পশ্চিমা শাসন। তাই বৈষম্য ও বঞ্চনা বাড়ার সাথে সাথে শাণিত হয় বাঙালির জাতীয়তাবাদ চেতনা। যেই চেতনায় শেষ পর্যন্ত একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং ২৫ মার্চ কালরাতের হত্যাযজ্ঞে চাপা পড়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি।

বঙ্গবন্ধুর ত্যাগ ও নেতৃত্বে জন্মলাভ করে বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের বাংলাদেশ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার পক্ষে ছিলেন। তার চিন্তা ছিলো সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে। যে কারণে আজকের এই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সভায় আলোচক হিসেবে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সভাপতির বক্তৃতা উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য বলেন মুখ্য আলোচক যে বক্তব্য দিয়েছেন তাতে বায়ান্নোর ভাষা আন্দোলনের আগে এবং পরে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সামগ্রিক চিত্র ফুটে উঠেছে। একই সাথে ইতিহাসের এই ক্রমবিকাশ সম্বন্ধে আমরা সমৃদ্ধ হয়েছি।

তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের এ ধরণের আলোচনায় অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং ফেসবুকে যারা যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানান।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা