সারাদেশ

লক্ষ্মীপুরে গৌরবের মিনারে বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সারা দেশের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপিত হয়েছে। করোনা ভাইরাস ও শীতকে উপেক্ষা করে দিবসটির প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মহান একুশের প্রথম প্রহর শুরু হয়। পরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসাঈন আকন্দ।

পরে পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জান, জেলা আওয়ামী লীগের সভাপতি, গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

এদিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে রাত ১২টা ১মিনিটে পরিষদ পাঙ্গনের শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি।

অপরদিকে রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুরাদ হোসেন।

পরে পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দ নিকেতন মডেল একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীরা।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা