নিজস্ব প্রতিনিধি,কিশোরগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কিশোরগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপি ও কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপি ও কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসক মো. শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এড এম এ আফজল, রোভার স্কাউটস, বিএনসিসি, বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সান নিউজ/সোহল/এসএ