নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): 'ফরিদপুরের মধুখালি থেকে কামারখালি পর্যন্ত রেল যোগাযোগ সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। এছাড়া মধুখালিকে পৌরসভায় উন্নীতকরণ, পাঁচশ আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ, বারাসিয়া-চন্দনা নদী পুনঃখনন, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণসহ আরও অনেক উন্নয়নমূলক কাজ এ অঞ্চলে হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৮ ফেব্রুয়ারি মধুখালি উপজেলা পরিষদের উপঃনির্বাচনে চেয়ারম্যান পদে আ'লীগের মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলামকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।'
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে মধুখালি উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার।
মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, এডভোকেট আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, সাবেক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান পলাশ, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস মো. রাহাদুল আখতার তপন, সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক জিএস শাহরিয়ার রনি প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মীর্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে পদটি শূন্য হয়। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সান নিউজ/কেএস/এনকে