নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এখন বাংলার পরিবর্তে চলছে ইংরেজি ভাষার ছড়াছড়ি। সংবিধানের ৩ অনুচ্ছেদ এবং বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩ ধারা অনুসারে সর্বত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সহ সকল প্রতিষ্ঠানের চিঠিপত্র, আইন-আদালতের সাওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে।
কিন্তু তা মানছে না অনেক সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলো। তাই এই সকল বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের।
দেশের সকল প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড ও বাংলা ভাষার প্রচলন আইনটি ১৯৮৭ সালের ৮ মার্চ পাস হয়। কিন্তু ৩৪ বছরেও আইনটি অনুসরণ না করায় বর্তমানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠাগুলোতে এখন ইংরেজী ভাষার ব্যবহার নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। শুধু তাই নয় সম্প্রতি নরসিংদীর বিভিন্ন উপজেলার বড় বড় প্রতিষ্ঠান সহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেইটেই ইংরেজী ভাষা ব্যবহার করা হচ্ছে। আর এটি বাংলা ভাষার জন্য অপমান আর অবমাননা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই গেইটের নাম বাংলায় লেখার জন্য দাবি করেন শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল।
আইনজীবী মমিন আফ্রদি জানান, শিক্ষার্থীদের দাবি, স্কুলের গেইটে শুধুমাত্র ইংরেজীতে লেখা রয়েছে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাই গ্রামের অধিকাংশ মানুষই ইংরেজীতে পড়তে পারে না। তাই এই গেইটে ইংরেজীর পরিবর্তে স্কুলের নামটি বাংলায় লেখা হোক।
নরসিংদী থেকে প্রকাশিত ব্রহ্মপুত্র নামে একটি পত্রিকার সম্পাদক সুমন ইউসুফ জানান, সচেতন মহলের পক্ষ থেকে ক্ষোভ জানিয়ে বলা হয়েছে সরকারের আইন সত্ত্বেও বাংলা ভাষার পরিবর্তে ইংরেজী ভাষার ব্যবহার বাংলা ভাষাকে অপমান আর অবমাননা করার সামিল। তাই দেশের সকল সাইনবোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে ইংরেজীর পরিবর্তে বাংলায় লেখার দাবী জানান।
এবিষয়ে নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ ভাষার জন্য যুদ্ধ করেছে। একমাত্র বাংলাদেশই ভাষার জন্য যুদ্ধ করেছে। তাই সারা বিশ্ব আজ এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে পালন করছে।
এছাড়া এই ভাষা আন্দোলনের সূত্র ধরেই মুক্তিযুদ্ধ। তাই এই বাংলাকে অবজ্ঞা বা অবহেলা করার কোনো সুযোগ নেই। কেউ যদি এর ব্যতিক্রম করে থাকে তাহলে এদিকে সরকারের নজর দেয়া প্রয়োজন।
নরসিংদীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইট সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও গেইট ইংরেজী ভাষায় লেখার পরিবর্তে বাংলা ভাষায় লেখার দাবি জানিয়ে এবিষয়ে প্রশাসনের তদারকী করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
সান নিউজ/এসআইআর/এনকে