নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দ্রুত যক্ষা শনাক্ত করার যন্ত্র ‘জিন-এক্সপার্ট’ দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকে এর কার্যক্রম উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।
পিসিআর ল্যাবের বিকল্প এই পদ্ধতি রিয়েল টাইম পিসিআর হিসেবে দেশ-বিদেশে বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গাতেই হবে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা। কুষ্টিয়া, যশোর বা খুলনায় নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না। মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে এর ফলাফল।
তিনি বলেন, নতুন পদ্ধতির এই টেস্ট দ্রুত কোভিড-১৯ শনাক্তকরণে ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে।
সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, তুলনামূলক কম খরচ ও স্বল্প সময়ে অধিক সংখ্যক পরীক্ষার জন্য জিন-এক্সপার্ট মেশিনটি খুবই কার্যকর। এ পরীক্ষা ক্লিনিক্যাল মূল্যায়নে করোনাভাইরাস পজিটিভ ও নেগেটিভ রোগীর ক্ষেত্রে প্রায় শতভাগ সাফল্য পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. সাজিদ হাসান, ডা. ওয়ালিউর রহমান নয়ন ও ডা. মিলনসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র নার্সরা।
সান নিউজ/এসকে/এনকে