স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের অ্যাম্বুলেন্সটি গত ৮ দিন থেকে অচল। ফলে অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোগীরা দ্বিগুণ ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।
সরকারি অ্যাম্বুলেন্স চালক লিটন মিয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্সের এসি পাম্প হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ায় গাড়িটি অচল হয়ে পড়ে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছেন। কিন্তু গত ৮ দিন থেকে অ্যাম্বুলেন্স অচল থাকায় কুলাউড়া হাসপাতাল থেকে রেফার্ড করা মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী হাসপাতালের রোগীরা সরকারি অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা স্বল্প ভাড়ায় দিনে ২ থেকে ৩ বার সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতো। গাড়ি অচল হওয়ায় রোগীদের মৌলভীবাজার কিংবা সিলেট যেতে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ।
জানা যায়, সরকারি অ্যাম্বুলেন্সের জরুরি মেরামত কাজের উদ্যোগ নিতে হবে। সেই বৃটিশ আমলের মত গাড়ি নষ্ট হওয়ার পর টেমোতে জানানো। তারা এসে সঠিকতা যাচাই করে রিপোর্ট প্রদানের পর গাড়ি মেরামত করার সেই দীর্ঘসূত্রিতার কারণে শুধু শুধু সময় বিলম্ব করা হয়। ফলে একটা সমস্যা সমাধানের আগে অন্য একটি ত্রুটি দেখা দেয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, সরকারি গাড়ি নষ্ট হলে ঢাকায় টেমো নামক প্রতিষ্ঠানকে জানাতে হয়। তারা এসে গাড়ির যন্ত্রাংশ সত্যতা যাচাই করে রিপোর্ট দেবে। তারপর সেই যন্ত্রাংশ সরকারি টাকায় কিনে লাগাতে হয়। ফলে কিছুদিন সময়তো যাবে। এসি পাম্প লাগাতে প্রায় ২৫ হাজারের বেশি টাকা খরচ পড়বে।
সান নিউজ/এসকেডি/এনকে