বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন টিকা নিয়েছেন। গণটিকা কার্যক্রম শুরুর পর গত ১২ দিনে টিকা গ্রহীতার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ছাড়াল বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) একদিনে চট্টগ্রাম জেলায় টিকা নিয়েছেন ১৪ হাজার ১১১ জনে। এর মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৮ হাজার ৮০ জন টিকা নিয়েছেন। আর ১৪ উপজেলায় ৬ হাজার ৩১ জন টিকা নিয়েছেন। সব মিলিয়ে মোট টিকাগ্রহীতার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন।
এর মধ্যে ৮৩ হাজার ৩৮০ জন পুরুষ ও ৬০ হাজার ৬৭৫ জন মহিলা টিকা নিয়েছেন। এ পর্যন্ত মহানগরে ৭৩ হাজার ৬২৫ জন এবং উপজেলা পর্যায়ে ৭০ হাজার ৬০০ জন মানুষ টিকা নিয়েছেন।
সেই সাথে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ২ লাখ ১৮ হাজার ৭১৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। সে হিসেবে এখন পর্যন্ত মোট নিবন্ধনকারীর ৬৫ ভাগ মানুষ টিকা পেয়েছেন।
শেখ ফজলে রাব্বি বলেন, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয় চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয়। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়।
হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের ৯ হাজার ৮২৭ জন মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে। তবে গত বুধবার ও বৃহস্পতিবার তা ১৫ হাজাে নেমে আসে।
সান নিউজ/আইকে/কেটি