সারাদেশ

অসহায় বৃদ্ধাকে চিকিৎসার ব্যবস্থা করলো ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাস্তার পাশে পড়ে থাকা এক পরিচয়হীন অসহায় বৃদ্ধা মহিলাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছে পাঁচ শিক্ষার্থী।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের বনিকপাড়া এলাকায় সাবেরা সোবহান স্কুলের রোডের পাশ থেকে ঐ পরিচয়হীন বৃদ্ধা মহিলাকে রিকশা করে হাসপাতালে এনে ভর্তি করায় সুমন নামের কলেজ শিক্ষার্থীসহ আরও চার স্কুল শিক্ষার্থী।

সুমন নামে ঐ শিক্ষার্থী জানায়, রাতে তারা পাঁচবন্ধু সরস্বতী পূজা দেখে বাড়িতে ফেরার পথে দেখে এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় ছটপট করতেছে। রাস্তার পাশ দিয়ে অনেক মানুষ দেখেও তা না দেখার ভান করে চলে যায়। কিন্তু কেউ ঐ বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়নি। পরে তারা রিকশা করে ঐ বৃদ্ধা মহিলাকে ওইখান থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। পরে তারা ওই মহিলাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রেখে চলে আসার সময় কিছু খাবার ও ওষুধ কিনে দিয়ে আসেন।

রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৬০ বছর বয়সী ঐ পরিচয়হীন বৃদ্ধা মহিলা প্রচুর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে ছিলেন। মহিলাটি কথা বলতে পারছে না। ওই শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছেন, মহিলাকে কিছু টাকাও দিয়ে গেছেন তারা।

তবে জানা যায়, ওই মহিলা বনিকপাড়ায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। উনার সঠিক পরিচয় উনি বলতে পারে না।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, ঐ মহিলাকে কয়েকজন ছেলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি মেডিসিন বিভাগের ডিউটি নার্স মুঠোফোনে জানিয়েছেন। ওই মহিলার সব ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মহিলাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মহিলাটি বাসায় বাসায় কাজ করতেন বলে জানতে পেরেছি। কাল খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা