সারাদেশ

পুলিশ বেষ্টনীর মধ্যে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে পুলিশ বেষ্টনীর মধ্যে দিয়ে খুলনায় সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। পুলিশ বেষ্টনীর মধ্যে দিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এসময় মঞ্জু বলেন, এদেশের গণতন্ত্রকে গিলে খেয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে সরকার। আর এখন সরকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেক্টর কমান্ডার বীরউত্তম জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টা করছে। ‘বীর উত্তম’ খেতাবটি বাতিল করা সহজ হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পৌরসভা সিটি করপোরেশন ও জাতীয় সংসদ উপ নির্বাচনে এই সরকার ভোট ডাকাতি করে জয় ছিনিয়ে নিয়েছে, সুতরাং এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচন পেতে হলে সকল দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

এ প্রতিবাদ সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আবু হোসেন বাবুসহ অনেকে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুল গফফার ও সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ।

সান নিউজ/এমকেএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা