নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : চাকরি দেয়ার কথা বলে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তির বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ দুই নম্বর আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদ মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু। তিনি বলেন, মামলাটি আদালত গ্রহণের পর আজ সিআইডকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ দুই নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান সরকার।
এ বিষয়ে মামলার বাদী বলেন, এমপি থাকাকালে আমিসহ আরও পাঁচজনের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে ৩৬ লাখ ৫০ হাজার টাকা নেন সালাহউদ্দিন আহমেদ মুক্তি। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন না পাওয়ায় এলাকায় তেমন আসেন না। ফোন করলে ধরেন না। এখন টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করেন। তাই বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।
এই মামলার সাক্ষী ও অন্যান্য পাঁচজন ভুক্তভোগী হলেন, সুমন মিয়া, আব্দুল কুদ্দুস, মকবুল হোসেন, মোখলেছুর রহমান। তারা মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। অপরজন তানিয়া বেগম ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা।
সান নিউজ/একে/কেটি