সারাদেশ

পটুয়াখালী নির্বাচনী প্রচারণায় হামলায় আহত ১০

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালী জেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কা সমর্থকদের দুদফা হামলায় স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদদ সিকদার (৪৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনখোলা গ্রামে এবং দুপরে বরকতীয়া মৃধা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ওই প্রার্থী ও তার কর্মী রাকিবুল ইসলাম (২৬) কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করেন।

স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদার জানান, দুপুরে তিনি তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনায় মৃধা মার্কেটে গেলে নৌকা সমর্থক বেশ কয়েকজন কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি এবং তার বেশ কয়েকজন নেতাকর্মী সামান্য আহত হন। পরে সন্ধ্যায় তিনি সোনখোলা গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে নৌকার প্রায় অর্ধশত নেতাকর্মী তাদের উপর ফের দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে নৌকা সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের সাথে মুডোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব করেননি।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মুডোফোনে উভয় পক্ষ পরস্পর বিরোধী অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

সান নিউজ/প্রিন্স/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা