নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একই পরিবারের চারজনকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া খালাস দেয়া হয়েছে একজনকে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক।
রায় শুনে আসামিরা আদালতের কাঠগড়ার গ্লাস ভাঙচুর ও বিচারককে গালিগালাজ করে।
জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৪ই জানুয়ারি ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে সুলতান মিয়ার বাড়িতে প্রবেশ করে শিশুসহ চারজনকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহত সুলতানের ছেলে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ছয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সান নিউজ/এসএম