খুলনা প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের মতো এবার খুলনা মহানগরীতেও আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ সোমবার (৬ এপ্রিল) রাতে এ ঘোষণা দেয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু সাংবাদিকদের জানান, 'করোনার সংক্রমণ রোধে সোমবার রাত থেকে সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহন ব্যতীত অন্য সব ব্যক্তিবর্গ ও যানবাহনের খুলনা মহানগরী এলাকা থেকে প্রস্থান ও মহানগরীতে আগমন বন্ধ থাকবে।'
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব নাগরিকের জন্য খুলনা মহানগরীতে এ ঘোষণা বলবত থাকবে। ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধের ব্যাপারে জেলা প্রশাসনের জারি করা গণ বিজ্ঞপ্তিতে বর্ণিত সময় কার্যকর হবে। মনিরুজ্জামান আরও জানান, খুলনা মহানগরীতে কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।