নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর বিভাগে করোনার টিকা নেয়ার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকা কার্যক্রম। এ নিয়ে গত নয় দিনে রংপুর বিভাগের ৮ জেলায় করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৬ হাজার ৬৩৮ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আহাদ আলী। তিনি জানান, সোমবার রংপুরে ৩ হাজার ৫৭২ জন, পঞ্চগড়ে ২ হাজার ২৮৭ জন, নীলফামারীতে ৩ হাজার ১৯০ জন, লালমনিরহাটে ১ হাজার ৫৪১ জন, কুড়িগ্রামে ২ হাজার ৩০১ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ২১৯ জন, দিনাজপুরে ৪ হাজার ৪০৬ জন এবং গাইবান্ধায় ২ হাজার ১০২ জনসহ মোট ২১ হাজার ৬১৮ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৫৭৩ জন ও নারী ৮ হাজার ৮৫ জন।
সান নিউজ/এইচআর/কেটি