সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের বিদ্রোহী ১৪ নেতাকর্মীকে বরখাস্ত 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূইয়াসহ ১৪ জন নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। তাদেরকে স্থায়ীভাবে দলের সকল পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশও পাঠানো হয়েছে।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারে অংশ গ্রহণকারীর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদ মোকতাদির চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত একটি জরুরি চিঠি রোববার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

চিঠি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র নায়ার কবীরের মনোনয়ন প্রত্যাখ্যান করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদুল হক ভূইয়া।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে ও তার সমর্থনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আজিজুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা আবু সিদ্দিক, শাহজাহান মিয়া, জেলা কৃষকলীগ সহসভাপতি জাকির হোসেন, প্রচার সম্পাদক সারোয়ার আলম, সদস্য আবুল কালাম, জেলা যুবলীগের সহপ্রচার সম্পাদক শেখ শওকত হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুবলীগ নেতা আল-আমিন দুলাল, গাজিউর রহমান ও আমিনুল ইসলাম বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলাভঙ্গ করেছেন। তাই স্থানীয় আওয়ামী লীগের সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বাংলাদশে আওয়ামী লীগের সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার বৃহত্তর প্রয়োজনে উল্লেখিত নেতাকর্মীদের দলীয় সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের অনুরোধ করা হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, তারা দলের সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলাভঙ্গ করেছেন। তাই তাদেরকে স্থানীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা