মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ব দেওভোগ এলাকায় রাস্তার ৩ ফুট ভিতরে পল্লী বিদ্যুতের খুঁটি। যানবাহন ও লোকজন চলাচলের সমস্যা হচ্ছে। শহরের নতুন কোর্ট এলাকা হতে দেওভোগ বাজার যাওয়ার আগে পৌর পানির পাম্প সংলগ্ন পল্লী বিদ্যুতের খুঁটি।
একটি ১২ ফুট রাস্তার ৩ ফুট ভিতরে থাকায় গাড়ি চলাচলে সমস্যা হয় প্রায়। ফুঁটিটি রাস্তা থাকায় এখন এলাকাবাসীর যাতায়াতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমনকি অটো রিকশা, ইজিবাইক ও রিকশা চলাচল করে এ রাস্তায়। রাস্তায় ভিতরে খুঁটি থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার লোকজন।
স্থানীয় এলাকাবাসী জানান, পৌরসভার ৪ নং ওয়ার্ডের থেকে নতুন কোর্ট রাস্তাটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে বিভিন্ন উপজেলার লোকজন গাড়ি করে সংক্ষিপ্তভাবে নতুন কোর্ট, জেলা পরিষদ, এসপি অফিস, এলজিআরডি, সিভিল সার্জন অফিস ও পৌরসভা কার্যালয়ে যাতায়াত করেন।
তারা আরও জানান, দেওভোগ বাজারের প্রায় ৩০ গজ পূর্ব দিকে, পৌরসভার পানির পাম্প সংলগ্ন রাস্তা ভিতরে গাড়ির সাথে প্রায় ধাক্কা লাগে। এতে কেউ হাত, পায়ে ব্যথাও পায়। এই খুঁটিটা অতি শিগগিরই সরানো দরকার।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, দেওভোগ বাজারের পূর্ব দিকে পৌর পানির পাম্প সংলগ্ন পল্লী বিদ্যুতের একটি স্টিলের খুঁটি রাস্তার অনেক অংশের ভিতর দাঁড়িয়ে আছে এবং একটু হেলে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা গেছে পাশাপাশি দুইটি ইজিবাইক একসাথে হলে দক্ষিণ পাশে ড্রেনের স্লাভের উপর গাড়ি চাকা ওঠাতে হচ্ছে চালকরা।
এ সময়ে যাত্রীরা বলেন, এভাবে ইজিবাইক রাস্তার পাশে থাকা ড্রেনের স্লাভের উপর উঠলে ভেঙে পরা ও দুর্ঘটার সম্ভাবনা রয়েছে। উওর পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি সড়ানো হলে এখানে আর সমস্যা থাকে না।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মো. শফিউল আলম জানান, গুরুত্বপূর্ণ রাস্তায় যদি খুঁটি থাকে। জনগণের সমস্যা হয়। তাহলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/কেটি