রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪৮
সর্বশেষ আপডেট ১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫৪

৭ ঘন্টা পর বরিশাল থেকে পশ্চিমাঞ্চলের বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : পিরোজপুর জেলা প্রশাসকের আশ্বাসে টানা সাত ঘন্টা পরে বরিশাল থেকে পশ্চিমাঞ্চলের ১০ রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরিশাল থেকে বাস চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টায় পিরোজপুরে বিআরটিসি বাস শ্রমিকদের সঙ্গে বরিশাল রূপাতলী বাস শ্রমিকদের মারামারির ঘটনার প্রতিবাদে পশ্চিমাঞ্চলের ১০ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাহী সভাপতি রফিকুল ইসলাম মানিক বলেন, পিরোজপুর ও ভাণ্ডারিয়ায় যাত্রী তোলা নিয়ে শনিবার সকালে বিআরটিসি বাস শ্রমিক ও এজেন্টরা খুলনাগামী রূপাতলী মালিক সমিতির একটি বাস শ্রমিকদের দু’দফা মারধর করে।

এ নিয়ে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারি হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত বিআরটিসি শ্রমিকদের বিচার দাবিতে ধর্মঘটের ডাক দেয় বরিশালের বাস শ্রমিকরা।

ঘোষণা অনুযায়ী রোববার ভোর ছয়টা থেকে বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-খুলনাসহ পশ্চিমাঞ্চলের ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়তে হয় ওইসব রুটের যাত্রীদের। বাস না পেয়ে যাত্রীরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। অনেকে ফিরে যান বাড়িতে।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাহী সভাপতি রফিকুল ইসলাম মানিক বলেন, ‘শ্রমিকদের মারধরের ঘটনায় সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক। এতে শ্রমিকরা আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করে দুপুর ১টা থেকে বাস চলাচল শুরু হয়।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা