নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : আগামীকাল বোরবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সদরের ২১টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে এবং রানীশংকৈলে ৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা জুলহাস উদ্দীন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন। কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে রওনা দেন। নির্বাচনী কেন্দ্রে পৌঁছেই প্রিজাইডিং অফিসারগণ ভোট কেন্দ্র প্রস্তুত করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দীন জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য ঠাকুরগাঁও পৌরসভায় ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব, ২১টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ৪ পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। একইভাবে জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে এক প্লাটুন বিজিবি,৩ প্লাটুন র্যাব, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র প্রার্থী ৩ জন, কাউন্সিলর প্রার্থী ৫৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৬০ হাজার ৭২৭ জন। পুরুষ ২৯ হাজার ৭১২ এবং নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।
অপরদিকে, রানীশংকৈল পৌরসভায় মেয়র প্রার্থী ১২ জন কাউন্সিলর ৩৩ জন এবং নারী কাউন্সিলর ১৩ জন। মোট ভোটার ১৪ হাজার ৭০২ জন। পুরুষ ৭ হাজার ৩১২ জন এবং মহিলা ৭ হাজার ৩৯০ জন।
সান নিউজ/বিআই/কেটি