আবুল কালাম, ময়মনসিংহ: মুক্তিযুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এএফএম ফয়জুল্লাহকে গ্রেফতারের পর ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রওশন আরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে পাগলা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে পাগলা থানায় আনা হয়। শুক্রবার বিকেলে ফয়জুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগ বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এএফএম ফুয়জুল্লাহসহ তিনজনকে আমৃত্যু এবং পাঁচজনকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন।
সান নিউজ/কেটি