নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় এলজি বন্দুক, একটি কার্তুজ, ৩টি স্টিলের টিপ ছোরা, দুটি মিনি কাটার ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের নেতৃত্বে শেখ মুজিব রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতররা হলেন- তাজুল ইসলাম তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০) ও জনি শাহ (৩২)।
পুলিশ জানায়, আসামিরা প্রত্যেকই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার দিনও তারা দেশিয় অস্ত্রসহ ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার ডাকাতরা ৯ জনের একটি দল। এই দলের একজন ছাড়া বাকি সবাই অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। পলাতক আসামি মো. আব্বাস উদ্দিন জুয়েলকে (২৬) গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।
সান নিউজ/এসএ