বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : হামলা মাড়িয়ে শপথ নিলেন নোয়াখালীর কোম্পা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। একই সাথে শপথ নেন সাধারণ ও সংরক্ষিত আসনের পৌর কাউন্সিলররাও।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে ভোর সাড়ে ৬টায় দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করা হয় বলে অভিযোগ করেন আবদুল কাদের মির্জা।
শপথ নেওয়ার উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, শপথ নেয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত গাড়িতে হামলা চালায়। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হয়েছেন।
কাদের মির্জা বলেন, দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। আল্লাহর দয়ায় যদি সহিসালামতে শপথ নিতে পারি তবে আইনি পদক্ষেপ নেব।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হন।
দাগনভ‚ঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/আইকে/কেটি