নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠেছে। পৌর এলাকার রাস্তাঘাট, অলি-গলি ও পাড়া-মহল্লায় ব্যানার- ফেস্টুনে ছেয়ে গেছে। প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন। ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে আলমডাঙ্গা পৌরসভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র হাসান কাদির গনু মিয়া, বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মীর মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির জানান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিন তিনবারের মেয়র। আমি আশাবাদী মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং তাদের পাশে থাকার সুযোগ করে দেবে। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকার উন্নয়নের চেষ্টা করেছি, পৌর এলাকার প্রায় সব রাস্তার কাজ শেষের পথে। আমি পৌর এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। রাস্তাঘাটে রোড বাতির ব্যবস্থা করেছি। এবাবও পৌরবাসী আমাকেই জয়ী করবে।
ধানের শীষের মেয়র প্রার্থী আলহাজ মীর মহিউদ্দিন জানান, পূর্বে আমি মেয়র থাকাকালে আলমডাঙ্গা পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আমি আমার কর্মকাণ্ডের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আশাবাদী মানুষ এবারের ভোটে আমাকেই তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে।
অপরদিকে, মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী জানান, আমি সাধারণ মানুষের নেতা ও একাত্তরের মুক্তিযোদ্ধা। বর্তমানে আলমডাঙ্গা শহরে তেমন কোনো উন্নয়ন নেই। পূর্বে আমি যখন মেয়র ছিলাম, তখন আলমডাঙ্গার ব্যাপক উন্নয়ন করেছি। আমার সময়ে আলমডাঙ্গা শহরের রোড বাতি জ্বালানো হয়েছে। তাই আমি আশাবাদী আলমডাঙ্গা পৌর এলাকার সাধারণ অবহেলিত মানুষ উন্নয়নের স্বার্থে আমার মোবাইল মার্কায় ভোট দিয়ে আমাকে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবেন।
আলমডাঙ্গা পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ১শ ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫শ ৮১ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৫শ ৫৮ জন। মোট ভোট কেন্দ্রে ১৫টি ৭৯টি।
সান নিউজ/এসকে/কেটি