সারাদেশ

পুলিশি বাধা উপেক্ষা করে খুলনায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর ও জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিএনপি মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি বলেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত হাসিনা সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলেই নতুন নতুন নাটক সাজাচ্ছেন। আল-জাজিরা প্রতিবেদনে সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। সরকার এখন জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার চক্রান্ত করছেন।

হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা প্রদান ও দলের বাণিজ্য সম্পাদক সালাউদ্দিন আহম্মেদকে অযথা কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্মসূচি চলাকালে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচীস্থল ঘিরে রেখেছিল। সকাল ৯টা থেকেই সমাবেশস্থলে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। এসময় ৩ শতাধিক চেয়ার জব্দ করে থানায় নিয়ে যায়। এছাড়া সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢুকতে বাধা দেয়া হয়। পরে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ সিনিয়র নেতাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটলে সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন-জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, শেখ মুশাররফ হোসেন, মীর কায়সেদ আলী, আমির এজাজ খান, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, নাজমুল হুদা চৌধুরী সাগর ও শরিফুল ইসলাম বাবু প্রমুখ।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা