সারাদেশ

ভাতার জন্য একাউন্ট করতে এসে বিড়ম্বনায় প্রতিবন্ধী ও বয়স্করা

কর্ণ বাবু দাস, সুনামগঞ্জ : শতবর্ষী আকবর আলী। লাটির উপর ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইউনিয়ন পরিষদে এসেছেন বিকাশ একাউন্ট করতে। সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদে ঘুরাঘুরি করে একাউন্ট করতে পারেননি ফিঙ্গার প্রিন্ট মিলে নাই বলে। একাউন্ট করতে না ফেরে পরবর্তী ভাতা পাবেন কিনা দুঃশ্চিতায় হাটাহাটি করছেন আর সামনে যাকে পাচ্ছেন তাকেই এ বিষয়ে প্রশ্ন করছেন। কিন্তু কেউই সমাধান দিতে পারেনি।

হাসাউরা গ্রামের সোয়া বিবি বয়স ৮৩ বছর। হাঁটতে চলতে পারেন না। অনেকটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের মানুষ ধরে বেঁধে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে এসেছেন বয়স্ক ভাতার জন্য বিকাশ একাউন্ট করতে। কিন্তু তিনি গাড়ি থেকে নেমেই হুলুস্থুল শুরু করেন। কোনোভাবে পরিষদে আনা হলেও ফিঙ্গার প্রিন্ট নেওয়া সম্ভব হয়নি। ফিঙ্গার প্রিন্ট না নেওয়ার কারণে বিকাশ একাউন্টও হয়নি। একাউন্ট না করেই ফিরে গেছেন বাড়িতে।

সুলেমানপুরের সুন্দর আলী ৫ বছর আগে আইডি কার্ড হারিয়ে ফেলছিলেন। পরবর্তীতে নির্বাচন অফিস থেকে অনলাইন কপি বের করেন। সেই অনলাইন কপি নিয়ে এসেছেন বয়স্ক ভাতার জন্য শুভ একাউন্ট করতে। কিন্তু আইডি কার্ড না থাকার কারণে তিনিও একাউন্ট করতে পারেননি। আকবর আলী, সোয়া বিবি, সুন্দর আলীর মত শতাধিক মানুষের নানা জটিলতায় একাউন্ট করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকাল থেকে রঙ্গারচর ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের বিকাশ একাউন্ট খোলার কাজ শুরু হয়। একাউন্ট করতে এসে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। কারো ফিঙ্গার প্রিন্ট মিলে না। কারো আইডি কার্ড হারিয়ে ফেলছেন। কারো আইডি কার্ডের সাথে ছবির মিল নেই। কারো আইডি থেকে আগেই বিকাশ একাউন্ট করা। এরকম সহ আরো বেশ কয়েক রকম ঝামেলায় পড়ছেন তারা।

রঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা গ্রহণকারী মানুষ সকাল থেকেই ইউনিয়ন পরিষদে আসছেন বিকাশ একাউন্ট করতে। কিন্তু একাউন্ট করতে এসে নানা বিড়ম্বনায় পড়ছেন। শতাধিক মানুষ একাউন্ট করতে পারেন নাই। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু এর থেকে পরিত্রাণ এর উপায় পাচ্ছেন না। মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লিটন চন্দ্র সুত্রধর বলেন, ভাতার জন্য বিকাশ একাউন্ট করতে এসে অনেকে একাউন্ট করতে না পেরে ফিরে গেছেন। যাদের এখন একাউন্ট হয় নাই আমরা আবার তাদের একাউন্ট করার চেষ্টা করবো। তবে একাউন্টের জন্য তাদের ভাতার কোন সমস্যা হবে না।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ত...

বিশ্বে বায়ুদূষণে আজ ২য় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণ...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আজ সারা দিনের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অস্থায...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ত...

বিশ্বে বায়ুদূষণে আজ ২য় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণ...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আজ সারা দিনের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অস্থায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা