নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে চিনিকল বন্ধের প্রতিবাদে আখ চাষি ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে' রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ন ও বহুমুখীকরণ' এই স্লোগানকে সামনে রেখে শহরের মাদ্রাসা মোড় এলাকায় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে আখ চাষি ও নাটোর সুগার মিলের কর্মচারীরা। পরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, গত রোববারে আখ সংকট দেখিয়ে মিল বন্ধ ঘোষণা করেছে নাটোর চিনিকল কর্তৃপক্ষ। তবে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল এখনো চালু রয়েছে।
সান নিউজ/এসএস/কেটি